Zilqad 1442 || June 2021

উম্মে হাবীবা - সিলেট

৫৩৯১. Question

গত মাসে যোহরের নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর আমার ঋতুস্রাব শুরু হয়। তখনও আমার যোহরের নামায পড়া হয়নি। ঋতুস্রাব শুরু হওয়ার আগে এ পরিমাণ সময় ছিল যে, ইচ্ছা করলে সেই নামায পড়া যেত। জানার বিষয় হল, এখন আমার উক্ত নামায কি কাযা করা লাগবে? জানালে উপকৃত হব।

Answer

না, আপনাকে উক্ত যোহর নামায কাযা করা লাগবে না। কেননা কোনো ওয়াক্তের শেষের দিকেও যদি স্রাব এসে যায়, তাহলে ওয়াক্তের ফরয পড়া না হয়ে থাকলে তা মাফ হয়ে যায়। সেটি আর কাযা করা লাগে না। হযরত হাসান বসরী ও মুহাম্মাদ ইবনে সীরীন রাহ. থেকে বর্ণিত, তাঁরা বলেনÑ

إذَا حَاضَتْ فِي وَقْتِ صَلاَةٍ فَلَيْسَ عَلَيْهَا قَضَاءُ تِلْكَ الصّلاَة إِلاّ أَنْ يَكُونَ الْوَقْتُ قَدْ ذَهَبَ.

কোনো নামাযের ওয়াক্তে মহিলার ঋতুস্রাব শুরু হলে তাকে সে নামায কাযা করা লাগবে না। তবে যদি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর ঋতুস্রাব শুরু হয়, তাহলে কাযা করা লাগবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৭৩১৩)

Ñআলমাবসূত, সারাখসী ২/১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩২; ফাতহুল কাদীর ১/১৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; মাজমাউল আনহুর ১/৭৯; রদ্দুল মুহতার ১/২৯১

Read more Question/Answer of this issue