হামীদ হাসান - পাঁচদোনা, নরসিংদী
৫৩৮৮. Question
আমার এক বন্ধু একা ফজরের নামায পড়ছিল, আমি এবং আমার আরেক বন্ধু তার পেছনে ইক্তিদা করি। সে তা টের পায়নি। নামায শেষ করে সে যখন তা জানল তখন বলল, আমি তো ইমামতির নিয়ত করিনি, আমি একা নামায আদায়কারীর নিয়তে নামায পড়েছি। মুহাতারামের কাছে জানতে চাই, তার ইমামতির নিয়ত না করার কারণে কি আমাদের নামায নষ্ট হয়ে গেছে?
Answer
কারো পিছনে ইক্তিদা করতে হলে ইমামের জন্য তার ইমামতির নিয়ত করা শর্ত নয়। বরং কেউ একা নামায শুরু করার পর অন্যের জন্য তার পিছনে ইক্তিদা করা সহীহ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের নামায সহীহভাবে আদায় হয়েছে।
তবে একা নামায আদায়কারী যদি বুঝতে পারে যে, তার পিছনে কেউ ইক্তিদা করেছে তাহলে ফজর মাগরিব ও ইশার নামাযে অন্যান্য ইমামের মতো তার জন্যও শব্দ করে কেরাত পড়া জরুরি হয়ে যায়। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম যেহেতু বুঝতে পারেনি। তাই তিনি শব্দ করে কেরাত না পড়লেও সকলের নামায সহীহ হয়ে গেছে।
Ñবাদায়েউস সানায়ে ১/৩৩০; আলমুহীতুল বুরহানী ২/২৫; শরহুল মুনইয়া, পৃ. ৬১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৭২; আদ্দুররুল মুখতার ১/৫৩২; ইমদাদুল ফাতাওয়া ১/১৬৭