Zilqad 1442 || June 2021

যিল্লুর রহমান - টাঙ্গাইল

৫৩৮৫. Question

গত রমযানে আমি তারাবীর নামায পড়ছিলাম। বিশ রাকাতের সময় আমার ইস্তেঞ্জার প্রয়োজন হয়। তখন আমি ইস্তেঞ্জায় চলে যাই। ইস্তেঞ্জা ও অযু সেরে আসতে আসতে ইমাম সাহেব বিতিরের তৃতীয় রাকাতের কুনূত শেষ করে রুকুতে চলে যান। আমি গিয়ে ইমাম সাহেবকে রুকুতেই পাই। পরবর্তীতে আমি দুআয়ে কুনূত না পড়েই নামায শেষ করলে আমার পাশের এক ব্যক্তি বললÑ আপনি কি দুআয়ে কুনূত পড়েননি? আমি বললাম, না, পড়িনি। সে বললÑ আপনার বিতির আবার পড়তে হবে।

জানার বিষয় হল, আসলেই কি উক্ত অবস্থায় আমার উপর দুআয়ে কুনূত পড়া ওয়াজিব ছিল। আমাকে কি বিতির নামায আবার পড়তে হবে? জানালে উপকৃত হব।

Answer

মাসবূক ব্যক্তি ইমামকে বিতিরের তৃতীয় রাকাতের রুকুতে পেলে রাকাত পাওয়ার কারণে কুনূতও পেয়েছে বলে ধর্তব্য হয়। তাই পরবর্তীতে তাকে আর দুআয়ে কুনূত পড়তে হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য দুআয়ে কুনূত না পড়া যথার্থ হয়েছে।

Ñখুলাসাতুল ফাতাওয়া ১/১৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; হালবাতুল মুজাল্লী ২/৩৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; দুরারুল হুক্কাম ১/১১৪

Read more Question/Answer of this issue