Zilqad 1442 || June 2021

আব্দুল্লাহ - মিরপুর-১১, ঢাকা

৫৩৮৩. Question

গত রমযানে একবার কুরআন তিলাওয়াতের সময় আমার ঘা থেকে রক্ত বের হচ্ছিল। আমার যেহেতু লম্বা সময় কুরআন তিলাওয়াত করার ইচ্ছা ছিল তাই আমি অযু ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রক্ত গড়িয়ে পড়ার আগেই তা টিস্যু দিয়ে মুছে ফেলছিলাম। এভাবে অনেক লম্বা সময় চলে যায় এবং অনেক রক্ত বের হয়, কিন্তু প্রত্যেকবারই আমি রক্ত গড়িয়ে পড়ার আগেই তা মুছে ফেলেছিলাম। তাই রক্ত যা পড়েছে তা আমার টিস্যুতেই থেকে গেছে। জানার বিষয় হল, উক্ত নিয়মে আমার রক্ত মুছে ফেলা কি ঠিক হয়েছে? এবং এভাবে রক্ত মুছে ফেলার পরও কি আমার অযু নষ্ট হয়েছে?

Answer

প্রশ্নোক্ত বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে, আপনার ক্ষতস্থান থেকে এই পরিমাণ রক্ত বের হয়েছে যে, আপনি যদি তা না মুছতেন তাহলে গড়িয়ে পড়ত। বাস্তবে যদি বিষয়টি এমনই হয় তাহলে আপনার অযু নষ্ট হয়ে গেছে।

আর এ ধরনের ক্ষেত্রে তিলাওয়াত চালিয়ে যেতে চাইলে সরাসরি কুরআন মাজীদে হাত না লাগিয়ে দেখে দেখে তিলাওয়াত করা যাবে। পৃষ্ঠা উল্টানোর প্রয়োজন হলে পরিহিত কাপড় ছাড়া পৃথক কোনো কাপড়, কলম ইত্যাদির সাহায্যে উল্টাতে পারবেন।

Ñকিতাবুল আছল ১/৪৪; আলবাহরুর রায়েক ১/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; আদ্দুররুল মুখতার ১/১৭৩; রদ্দুল মুহতার ১/১৩৫

Read more Question/Answer of this issue