Shawal 1442 || May 2021

আহসান হাবিব - তালা, সাতক্ষীরা

৫৩৮২. Question

আমার দাদা দীর্ঘ চল্লিশ বছর যাবৎ মসজিদের সভাপতি। গত বছর তিনি তার সকল সম্পতি ওয়ারিশদেরকে প্রাপ্য অনুযায়ী লিখে দেন। আর নিজের নামে দশ কাঠা জমি রাখেন এবং অসিয়ত করেন যে, ‘আমার মৃত্যুর পর এই জমি মসজিদে দান করবে। তবে কিছুদিন আগে আমার ছোট ভাই গুরুতর কিডনিরোগে আক্রান্ত হয়। ডাক্তার বলেছেন, তার চিকিৎসার জন্য চার লক্ষ টাকা ব্যয় হবে। এত বড় ব্যয় বহন করা আমার বাবার পক্ষে সম্ভব নয়। তাই দাদা বলেছেন, ঐ জমির পাঁচ কাঠা বিক্রি করে তা দিয়ে দ্রুত চিকিৎসার করাও, আর বাকি পাঁচ কাঠা মসজিদে দিও।জানতে চাই, দাদার জন্য উক্ত জমি বিক্রি করার সুযোগ আছে কি? দ্রুত জানালে উপকৃত হব।

Answer

ওসিয়ত কর্যকর হয় ওসিয়তকারীর মৃত্যুর পর। তাই জীবদ্দশায় সে তার ওসিয়ত পরিবর্তন বা বাতিল করতে পারে। যদিও বিনা ওজরে দান-খয়রাতের ওসিয়ত বাতিল করা অনুচিত। সুতরাং আপনার দাদার জন্য উক্ত জমি বিক্রি করে তার অর্থ আপনার ভাইয়ের চিকিৎসা বাবদ ব্যয় করা জায়েয হবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৩১৪৪৯, ৩১৪৬০; কিতাবুল আছল ৫/৫২৭; আলমাবসূত, সারাখসী ২৭/১৬২; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৩১; মুখতারাতুন নাওয়াযিল ৪/৩৫৭; ফাতাওয়া হিন্দিয়া ২/৯২; আদ্দুররুল মুখতার ৬/৬৫৮

Read more Question/Answer of this issue