Shawal 1442 || May 2021

সানাউল্লাহ - যশোর

৫৩৮১. Question

কিছুদিন আগে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে  ৫০০ টাকার একটি নোট পেয়েছিলাম। বিষয়টি নিয়ে ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বললেন, আপনি এলান করেন, অমুক জায়গায় কিছু টাকা পাওয়া গেছে, যার হয় সে যেন উপযুক্ত দলীল দিয়ে টাকাটা নিয়ে যায়। এভাবে কয়েকদিন যাবৎ এলান করার পরও যখন কেউ আসল না, তখন ইমাম সাহেব বললেন, কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দেন।

এখন মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি, আমি জানি, যাকাতের টাকা ছেলে-মেয়েদেরকে দেয়া যায় না। আমার প্রশ্ন হল, আমার এক মেয়ে গরিব। সে ও তার স্বামী দুজনই খুবই কষ্টের সাথে জীবন যাপন করে। আমি কি আমার মেয়েকে উক্ত টাকা দিতে পারব? নাকি যাকাতের মতো- পড়ে পাওয়া টাকাও দেয়া যাবে না। দয়া করে জানিয়ে বাধিত করবেন।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যথাযথ প্রচারের পরও যদি প্রবল ধারণা হয় যে, টাকাগুলোর মালিকের সন্ধান পাওয়া যাবে না তাহলে তা কোনো গরিবকে সদকা করে দিতে হবে। এক্ষেত্রে আপনার মেয়ে যদি গরিব (যাকাত-ফেতরা গ্রহণের যোগ্য) হয় তাহলে তাকেও উক্ত ৫০০ টাকা সদকা হিসাবে দিতে পারবেন। এই টাকা তো আপনার মালিকানাধীন নয়। তাই এর বিধান আপনার যাকাতের মতো হবে না। টাকাগুলো দেওয়া হচ্ছে মূলত মালিকের পক্ষ থেকে। তাই আপনার গরিব মেয়েকেও দিতে পারবেন। এমনকি নিজে গরিব হলে নিজেও নিতে পারবেন।

-বাদায়েউস সানায়ে ৫/২৯৯; আলমুহীতুল বুরহানী ৮/১৭১; তাবয়ীনুল হাকায়েক ৪/২২১; আলইখতিয়ার ২/৪৯০; আলবাহরুর রায়েক ৫/১৫৭; মাজমাউল আনহুর ২/৫৩০

Read more Question/Answer of this issue