জহির বিন আহমাদ - ধোলাইখাল, ঢাকা
৫৩৮০. Question
গত কুরবানীর ঈদের আগে সপরিবারে রাজশাহী যাওয়ার জন্য আমি একটা মাইক্রোবাস ভাড়া নিয়েছিলাম। কথা ছিল ভাড়া ঈদের পর ঢাকা এসে পরিশোধ করব। রওয়ানা হওয়ার পর থেকেই গাড়িটা কিছু সমস্যা করছিল। যমুনা সেতু পার হওয়ার পর গাড়িটা পুরাই বিকল হয়ে যায়। কোনোভাবেই গাড়ি ঠিক করতে না পেরে গাড়ি চালকের হাওয়ালা করে আমরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছি। ঈদের পর ঢাকায় এসে আমি এখন তাদেরকে ভাড়া পরিশোধ করতে চাচ্ছি, তাই জানতে চাই যে, গাড়ির মালিককে আমার কি পরিমাণ ভাড়া পরিশোধ করতে হবে? শরয়ী সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু গাড়িওয়ালা আপনাকে গন্তব্যে নিয়ে যেতে পারেনি তাই যতটুকু পথ আপনাকে নিয়ে গেছে সে হিসাবে ভাড়া প্রাপ্ত হবে। আর যতটুকু পথ আপনাকে ভিন্ন ব্যবস্থায় যেতে হয়েছে ততটুকুর ভাড়া সে পাবে না।
-কিতাবুল আছল ৩/৫৩৯; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৬৮, ৪১৩; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ৫৩৯; আদ্দুররুল মুখতার ৬/৬১