Shawal 1442 || May 2021

উমায়ের আব্দুল্লাহ - চাঁদপুর

৫৩৭৯. Question

আমার সাথী ভাই ঝিনাইদহ যাওয়ার সময় আমার নতুন মোবাইলটি অনুমতি নিয়ে সঙ্গে নিয়ে যায়। রাস্তায় গজল শুনতে শুনতে ঘুমিয়ে গেলে স্টেশন আসার পর মোবাইলটি রেখেই বাস থেকে নেমে পড়ে। এখন তার উপর আমাকে নতুন একটি মোবাইল কিনে দেওয়া আবশ্যক কি না?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার সাথী ভাইকে মোবাইলটির জরিমানা আদায় করতে হবে। কেননা তার ত্রুটির কারণেই মোবাইলটি হারানো গেছে। সুতরাং যেই ফোন হারিয়েছে সে ধরনেরই একটি ফোন কিনে দিতে হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, সামারকান্দী, পৃ. ৫১৫; আয্যাখীরাতুল বুরহানিয়া ৮/১৩৮; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৪; রদ্দুল মুহতার ৫/৬৭৩

Read more Question/Answer of this issue