Shawal 1442 || May 2021

আবুল কালাম - রূপসা, খুলনা

৫৩৭৭. Question

আমার একটি ফার্নিচারের দোকান রয়েছে। নিজের কাঠ দিয়ে অর্ডারের ভিত্তিতে অধিকাংশ মাল তৈরি করি। অর্ডারকারী নির্ধারিত সময়ে তা বুঝে নেন। কিন্তু অনেকসময় অর্ডারি মাল নির্দিষ্ট দিনের আগে তৈরির পর অন্য ক্রেতা এসে তা পছন্দ করেন এবং অধিক মূল্যে তার কাছে বিক্রির জন্য অনুরোধ জানান। এখন জানার বিষয় হল, আমি যদি অর্ডারকারীর কাক্সিক্ষত মাল সময়মত আবার বানিয়ে দিতে পারি তাহলে অর্ডারি মাল অন্যত্র বিক্রি করা বৈধ হবে কি? যদি বৈধ হয় তাহলে অর্ডার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা জায়েয হবে কি না।

Answer

আপনি যদি অর্ডারকারীর কাক্সিক্ষত পণ্যটি পুনরায় যথাযথভাবে নির্ধারিত সময়ের ভেতরেই গুণগত মান ঠিক রেখে বানিয়ে দিতে পারেন এবং এ ব্যাপারে নিশ্চিত হন, তাহলে অর্ডারকারী ব্যক্তি পণ্যটি দেখে চূড়ান্ত করার আগে তা অন্যত্র বিক্রি করা জায়েয। কারণ অর্ডারদাতা তা দেখে চূড়ান্ত করার আগ পর্যন্ত উক্ত পণ্যে তার মালিকানা প্রতিষ্ঠিত হয় না। তবে উপরোক্ত শর্ত সাপেক্ষে অন্যত্র বিক্রি করা জায়েয হলেও একজনের অর্ডারী পণ্য অন্যের কাছে বিক্রি করে দেওয়া অনুচিত। নতুন ক্রেতাকে আরেকটি বানিয়ে দেওয়াই উত্তম। আর অন্যত্র বিক্রির ক্ষেত্রে ন্যায়-সঙ্গত যে কোনো দামে তা বিক্রি করা যাবে। তাই পূর্বে অর্ডারকারীর সাথে ঠিক করা মূল্যের চেয়ে কম বা বেশি মূল্যে (ন্যায়-সঙ্গত ও বাজার মূল্যের ভেতর হলে) বিক্রি করতে পারবেন।

-কিতাবুল আছল ৩/৪৩৮; আলমাবসূত, সারাখসী ১০/৯০; আলমুহীতুল বুরহানী ১০/৩৬৬; ফাতহুল কাদীর ৬/২৪৩; ফাতাওয়া হিন্দিয়া ২/২০৮; রদ্দুল মুহতার ৫/২২৫

Read more Question/Answer of this issue