Shawal 1442 || May 2021

মুহাম্মাদ উসামা - কমলাপুর, ঢাকা

৫৩৭২. Question

আমাদের  দেশের সাধারণ মানুষ কসম করার সময় কুরআন শরীফ মাথায়  বা হাতে স্পর্শ করে বলে, আমি কুরআন শরীফ ছুঁয়ে বা মাথায় নিয়ে বলছি, অমুক কাজ আর করব না। এভাবে কসম করলে কি কসম সংঘটিত হয়ে যায়? অনরূপভাবে মাথায় নেওয়া বা হাতে ছোঁয়া ব্যতীত শুধু মুখে আল্লাহর কুরআনের কসম করে শপথ করলেও কি তা সংঘটিত হয়ে যায়?

উল্লেখ্য, অনেক অঞ্চলে কসমকে কিরাবলে থাকে। তাদের জন্য কিরা দিয়ে শপথ করার ক্ষেত্রে কী হুকুম? দয়া করে বিস্তারিত জানাবেন।

Answer

কসম বা তার সমার্থক শব্দ উচ্চারণ না করে শুধু কুরআন শরীফ মাথায় নিয়ে বা হাত দ্বারা স্পর্শ করে কোনো কিছুর অঙ্গীকার করলে তা দ্বারা কসম সংঘটিত হয় না। তবে কুরআন স্পর্শ করে কসম করছি বললে অথবা কুরআনের কসম করছি বললে তা দ্বারা কসম সংঘটিত হয়ে যাবে। আর কসম এর সমার্থক কোনো আঞ্চলিক শব্দ যেমন কিরাবললেও কসম হয়ে যাবে।

উল্লেখ্য, কুরআন শরীফ স্পর্শ করে কসম করলে যদিও কসম হয়ে যায়। কিন্তু এমনটি করা ঠিক নয়। হাদীসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। কসম করার প্রয়োজন হলে তা শুধু আল্লাহর নামেই করবে।

আরো উল্লেখ্য, কথায় কথায় কসম করা বা অপ্রয়োজনীয় কসম করা নিষেধ।

-ফাতহুল কাদীর ৪/৩৫৬; রামযুল হাকায়েক ১/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ২/১৫৪; আলবাহরুর রায়েক ৪/২৮৬; আদ্দুররুল মুখতার ৩/৭১২

Read more Question/Answer of this issue