Shawal 1442 || May 2021

শরীফুল ইসলাম - ডুমুরিয়া, খুলনা

৫৩৭১. Question

গত তিন দিন আগে আমার দুলাভাই আকস্মিক এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। মাত্র কয়েকমাস হল তার সাথে আমার বোনের বিবাহ হয়। তার শ্বশুরবাড়িতে দ্বীনদারী ও পর্দার পরিবেশ খুবই নগণ্য। সে বাড়িতে থেকে ইদ্দত পালন করা আমার বোন কোনোভাবেই নিরাপদ মনে করছে না। আমাদের অন্তরও সায় দিচ্ছে না। সেখানে অনিরাপত্তার আশঙ্কাই বেশি। জানতে চাই, আমার বোনের জন্য এহেন পরিস্থিতিতে আমাদের বাড়ি এসে ইদ্দত পালন করার সুযোগ আছে কি?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী বাস্তবেই যদি স্বামীর বাড়িতে আপনার বোনের ইদ্দত পালন করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতার আশঙ্কা থাকে তাহলে তার জন্য অন্য নিরাপদ স্থানে গিয়ে ইদ্দত পালনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে সে চাইলে আপনাদের বাড়িতেও ইদ্দত পালন করতে পারবে। তবে নিরাপদে ইদ্দত পালনের জন্য যেখানে স্থানান্তরিত হবে সেখানেই ইদ্দত পূর্ণ করবে।

-সহীহ মুসলিম, হাদীস ১৪৮২; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯১৭২; কিতাবুল আছল ৪/৪০৯; আলমাবসূত, সারাখসী ৬/৩৬; আলইখতিয়ার ২/২৬৭; তাবয়ীনুল হাকায়েক ২/১৭৩; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৪৬; আলবাহরুর রায়েক ৪/১৫৫

Read more Question/Answer of this issue