আফরোজা বেগম - রংপুর
৫৩৭০. Question
আমাদের গ্রামের এক ব্যক্তি কয়েক বছর যাবৎ কানাডায় থাকেন। গত ৯ই ডিসেম্বর ২০১৯ তারিখে কর্মস্থলে যাওয়ার পথে আকস্মিক এক সড়ক-দুর্ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়। সেসময় এদেশে তার পরিবারের কাছে মৃত্যুর সংবাদ পৌঁছায়নি। তবে এরপর থেকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পারার কারণে পরিবারের লোকজন তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন হন। তারা কানাডায় থাকা বাংলাদেশী লোকজন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজ-খবর নিতে থাকেন। একপর্যায়ে মৃত্যুর এক মাস পর ৮ই জানুয়ারি বাংলাদেশ দূতাবাস লোকটির পরিবারের নিকট ৯ই ডিসেম্বরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। জানতে চাই, উক্ত ব্যক্তির স্ত্রী কোন্ দিন থেকে স্বামী-মৃত্যুর ইদ্দত গণনা শুরু করবে? মৃত্যুর দিন থেকে, নাকি সংবাদ পাওয়ার দিন থেকে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ মহিলা তার স্বামীর মৃত্যুর দিন থেকেই ইদ্দত গণনা শুরু করবে। কারণ, স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর না পেলেও স্বামীর মৃত্যুর পর থেকে তার ইদ্দত শুরু হয়ে যায়। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
عِدّتُهَا مِنْ يَوْمِ طَلّقَهَا وَمِنْ يَوْمِ يَمُوتُ عَنْهَا.
(তালাকের ক্ষেত্রে) স্ত্রীকে তালাক প্রদানের দিন থেকেই তার ইদ্দত শুরু হয়ে যায়। আর স্বামী মৃত্যুবরণ করলে মৃত্যুর দিন থেকেই তার ইদ্দত শুরু হয়ে যায়। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৯২৪৯
সুতরাং উক্ত মহিলা অন্তঃসত্ত্বা না হলে ৯ই ডিসেম্বর স্বামীর মৃত্যুর দিন হতে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করবে। আর অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে।
এক্ষেত্রে যদিও বিলম্বে খবর পৌঁছার কারণে মহিলাটি স্বামীর মৃত্যুর দিন থেকে ইদ্দতের বিধানাবলী পালন করতে পারেনি, তথাপি ঐদিন থেকেই ইদ্দতের হিসাব করতে হবে। এবং মৃত্যুর সংবাদ না জানায় ইদ্দতের শুরু থেকে ইদ্দতের যথাযথ বিধানাবলী পালন করতে না পারার কারণে গুনাহগার হবে না।
-কিতাবুল আছল ৪/৪১৩; বাদায়েউস সানায়ে ২/৩০১; আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৭; আলবাহরুর রায়েক ৪/১৪৪; মাজমাউল আনহুর ২/১৪৯; আদ্দুররুল মুখতার ৩/৫২০