Shawal 1442 || May 2021

সাইমা - ঢাকা

৫৩৬৯. Question

এক বছর হল আমার বিবাহ হয়েছে। বিবাহের পরই আমি স্বামীর বাড়ি চলে যাই। আত্মীয়দের অনেকেই আমাকে দেখতে সেখানে বেড়াতে যান। আমার সমবয়সী এক খালাতো ভাই আছে। ছোট সময় আমরা একইসাথে খেলাধুলা করতাম। সেও আমাকে দেখতে গিয়েছিল। তারপর তার সাথে অনেক গল্প হয়। একদিন আমার স্বামী বললেন, খালাতো ভাইয়ের সাথে এত গল্প কিসের? সামনে কোনদিন তার সাথে কথা বললে তুমি তালাক। তারপর আমি খালাতো ভাইকে মোবাইলে মেসেজ করে বিষয়টি জানিয়েছি। হুজুরের কাছে জানার বিষয় হল, এতে কি আমার উপর তালাক পতিত হয়েছে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ঘটনার পর আপনি যদি সরাসরি কিংবা মোবাইলে আপনার খালাতো ভাইয়ের সাথে কথা না বলে থাকেন; বরং শুধু মেসেজ পাঠিয়ে বিষয়টি অবগত করে থাকেন তাহলে এ কারণে আপনার উপর কোনো তালাক পতিত হয়নি। তাই বিবাহ বিচ্ছেদমূলক অন্য কোনো ঘটনা না ঘটে থাকলে আপনাদের বিবাহ পূর্বের অবস্থায় বহাল আছে। আপনারা স্বাভাবিক পারিবারিক জীবন যাপন করতে পারবেন।

-আলমাবসূত, সারাখসী ৯/২২; ফাতাওয়া খানিয়া ২/১০৩; আলবাহরুর রায়েক ৪/৩৩৩; আদ্দুররুল মুখতার ৩/৭৯২

Read more Question/Answer of this issue