শামসুল ইসলাম - পাবনা
৫৩৬৮. Question
আমি অনেকদিন যাবৎ একটি সুদী ব্যাংকে চাকরি করতাম। পরে এক হুজুরের পরামর্শে সেটি ছেড়ে দিই। কিন্তু তখন দ্বীনের বুঝ না থাকার কারণে ঐ অবৈধ টাকা দিয়েই ফরয হজ্ব আদায় করি। জানার বিষয় হল, ঐ হজ¦ দ্বারা কি আমার ফরয হজ্ব আদায় হয়েছে?
Answer
হজ্ব একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের অন্যতম রুকন তথা স্তম্ভ। এটি এমন ইবাদত, যাতে শারীরিক ও আর্থিক উভয় দিক রয়েছে। তাই হজ্ব করতে হবে হালাল সম্পদ দ্বারা। হারাম সম্পদ দ্বারা হজ্ব কবুল হয় না এবং সওয়াব পাওয়া যায় না। অবশ্য অপনার ঐ হজ্ব দ্বারা ফরয আদায় হয়ে গেছে। এখন আপনার কর্তব্য ঐ পরিমাণ হালাল টাকা (কিছু কিছু করে হলেও) সদকা করে দেওয়া। এতে করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে হজ্বটি কবুল হওয়ার আশা করা যায়।
-ফাতহুল কাদীর ২/৩১৯; আলবাহরুর রায়েক ২/৩০৯; আলবাহরুল আমীক ১/৪৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২২০; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৮