Shawal 1442 || May 2021

ওমর ফারুক - বরিশাল

৫৩৬৭. Question

কোনো কারণে এ বছর আমি এলাকার মসজিদে ইতিকাফে বসার মান্নত

করেছি। মসজিদ থেকে চার-পাঁচ মিনিট দূরত্বে একজন আলেম প্রতিদিন তারাবীহের পর ইসলাহী মজলিস করে থাকেন। মান্নত করার সময় উক্ত সময়টিকে বাদ দিয়ে মান্নত করি। অর্থাৎ এভাবে মান্নত করি যে, হে আল্লাহ এ বছর আমি মসজিদে রমযানের শেষ দশ দিনের ইতিকাফে বসার মান্নত করছি, তবে অমুক আলেম তারাবীহের পর যে মজলিস করে থাকেন তারাবীহের পর সেখানে এসে শরীক হব। হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমার জন্য উক্ত মজলিসে আসার সুযোগ আছে কি না?

অনুরূপভাবে আরো দুটি বিষয় জানতে চাচ্ছি-

১. সুন্নত ইতিকাফের মাঝেও কি এভাবে নিয়ত করার (কিছু সময় বাদ দেওয়ার) সুযোগ আছে?

২. যদি সুন্নত ইতিকাফের মাঝে কেউ এ ধরনের নিয়ত করে যে, প্রতিদিন যোহরের পর এক ঘণ্টা করে চেম্বারে বসব বা প্রতিদিন দশ মিনিট করে গোসল করব, তাহলে এসকল নিয়তের উপর আমল করার অবকাশ আছে কি? দয়া করে দ্রুত জানাবেন।

 

Answer

মান্নতের ইতিকাফের ক্ষেত্রে কিছু সময় বাদ দিয়ে ইতিকাফের নিয়ত করা সহীহ। তাই প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনি প্রতিদিন তারাবীহের পর উক্ত ইসলাহী মজলিসে যেতে পারবেন। তবে মজলিস শেষ হওয়ার পর সাথে সাথে মসজিদে ফিরতে হবে। একটু দেরী করলে মান্নতের ইতিকাফটি ভেঙে যাবে। সেক্ষেত্রে তা পুনরায় আদায় করতে হবে। তবে এক্ষেত্রে আপনার ইতিকাফটি সুন্নত ইতিকাফ হিসেবে আদায় হবে না। কেননা সুন্নত ইতিকাফের ক্ষেত্রে কিছু সময় বাদ দিয়ে নিয়ত করার সুযোগ নেই। তাই সুন্নত ইতিকাফে পূর্ণ সময় মসজিদে থাকা আবশ্যক।

-ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩১২; জামেউর রুমূয ১/৩৭৮; আদ্দুররুল মুখতার ২/৪৪৮

Read more Question/Answer of this issue