হাম্মাদ - চাঁদপুর
৫৩৬৬. Question
আমার দাদার বয়স আশি বছরের বেশি। গত বছর তিনি একটি রোযাও রাখতে পারেননি। আর শরীরের অবস্থা দেখে বুঝা যাচ্ছে, তা কাযাও করতে পারবেন না। তাই তিনি ফিদইয়া দিতে চাচ্ছেন। এখন একজন ফকীরকে একসঙ্গে ৩০ দিনের ফিদইয়া দিতে পারবে কি?
Answer
একজন দরিদ্র ব্যক্তিকে একাধিক রোযার ফিদইয়াও দেওয়া যায়। চাইলে পুরা রমযানের ফিদইয়াও একত্রে একজনকে দেওয়ার সুযোগ আছে। তবে একসঙ্গে না দিয়ে প্রতিদিনের রোযার ফিদইয়া পৃথকভাবে দেওয়া উত্তম।
-আলবাহরুর রায়েক ২/২৮৭; জামিউর রুমূয ২/৩৬৭; রদ্দুল মুহতার ২/৪২৭; ইমদাদুল ফাতাওয়া ২/১৫১