লিয়াকত আলী - সাভার
৫৩৬৫. Question
গত রমযানে একদিন সেহরিতে খাওয়া বেশি হয়ে যায়। যার কারণে ফজরের নামাযের পরও বারবার ঢেকুর উঠতে থাকে। কয়েকবার এমন হয়েছে যে, ঢেকুরের সাথে সামান্য কিছু খাদ্য গলার উপর চলে এসে আবার তা গলার নিচে নেমে যায়।
আমার জানার বিষয় হল, উক্ত অবস্থায় ঢেকুরের সাথে সামান্য কিছু খাদ্য গলার উপর আসার পর এমনিতেই তা গলার নিচে নেমে যাওয়ার কারণে কি আমার রোযা ভেঙ্গে গিয়েছে?
Answer
ঢেকুরের সাথে অল্প খাবার মুখে চলে আসার পর নিজ থেকেই তা পেটে চলে গেলে রোযা নষ্ট হয় না। তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনার রোযা নষ্ট হয়নি। তবে কখনো ঢেকুরে সাথে খাবার মুখে চলে আসলে ইচ্ছাকৃত তা গিলে ফেলবে না; বরং বাহিরে ফেলে দেবে।
-আলমাবসূত, সারাখসী ৩/৫৬; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শাহীদ, পৃ. ২৩৪; ফাতহুল কাদীর ২/২৫৯; আলবাহরুর রায়েক ২/২৭৪; আদ্দুররুল মুখতার ২/৪১৪