আব্দুর রহমান - সিলেট
৫৩৬১. Question
একদিন আমাদের মসজিদে ইমাম সাহেব এশার নামাযের দ্বিতীয় রাকাতে ভুলে বৈঠক না করেই উঠে যান এবং দাঁড়ানোর কাছাকাছি হওয়ার পর মুক্তাদীদের লোকমার কারণে বৈঠকে ফিরে আসেন এবং সাহুসিজদা ছাড়াই নামায শেষ করে ফেলেন। নামায শেষে এ ব্যাপারে মতানৈক্য দেখা দেয় যে, নামায সহীহ হয়েছে কি না। তখন একজন আলেম বললেন যে, নামায সহীহ হয়ে গেছে এবং সাহুসিজদা ওয়াজিব হয়নি। কারণ মুক্তাদিদের লোকমার সাথেসাথে ইমাম সাহেব যেহেতু ফিরে চলে এসেছেন, তাই তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয়নি। প্রশ্নোক্ত ক্ষেত্রে জানার বিষয় হল, উক্ত অবস্থায় আসলে কি ইমাম সাহেবের উপর সাহুসিজদা ওয়াজিব হয়েছিল? এবং যদি ওয়াজিব হয়ে থাকে এবং তিনি যে সাহুসিজদা করলেন না- এতে কি নামায সহীহ হয়েছে।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেব যেহেতু দাঁড়ানোর কাছাকাছি চলে গিয়েছেন তাই তার উপর সাহুসিজদা ওয়াজিব হয়েছিল। তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হওয়ার বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য নয়; বরং পরবর্তী রোকনের কাছাকাছি চলে যাওয়াও সাহুসিজদা ওয়াজিব হওয়ার একটি কারণ। আর ইমাম সাহেব যেহেতু সাহুসিজদা ছাড়া নামায শেষ করেছেন, তাই ঐ নামায পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব।
-কিতাবুল আছল ১/১৯৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; ফাতহুল কাদীর ১/৪৪৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০০; হালবাতুল মুজাল্লী ২/৪৪১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪১৯; রদ্দুল মুহতার ১/৮৪