Shawal 1442 || May 2021

আব্দুল্লাহ - সাধনা, পুরান ঢাকা

৫৩৬০. Question

একজন মহিলার প্রতি মাসে প্রথম দশকে আটদিন হায়েয থাকে। কিন্তু এ মাসে প্রথম আটদিনের পর যথারীতি বন্ধ হয়ে যায় এবং ১৬তম দিন অর্থাৎ আটদিন পবিত্র থেকে আবার স্রাব দেখা দেয়। এটা তিন চার দিন ধরে ধারাবাহিকভাবে চলছে। এখন সে কী করবে?

Answer

দুই হায়েযের মাঝে পবিত্রতার ন্যূনতম সময় ১৫ দিন। প্রশ্নোক্ত ক্ষেত্রে আটদিনের পর যেহেতু স্রাব শুরু হয়ে গেছে তাই এটি হায়েয নয়; বরং তা ইস্তিহাযা। অর্থাৎ মহিলাটি এ সময়ে পবিত্র অবস্থার মত নামায-রোযা আদায় করবে এবং প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য নতুন করে ওযু করে নেবে।

-আলমুহীতুল বুরহানী ১/৩৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৭; রদ্দুল মুহতার ১/ ২৮৫, ৩০০; আলবাহরুর রায়েক ১/২১২; তাবয়ীনুল হাকায়েক ১/১৭৯

Read more Question/Answer of this issue