Shawal 1442 || May 2021

জাবেদ হুসাইন - কুমারখালী, কুষ্টিয়া

৫৩৫৯. Question

মাটির ঘরের মেঝেতে অনেকসময় বাচ্চারা পেশাব করে। পেশাব শুকিয়ে যাওয়ার পর সেই জায়গায় কি নামায পড়া যাবে এবং সেই মাটি দিয়ে তায়াম্মুম করা কি সহীহ হবে?

Answer

মাটির মেঝেতে পেশাব লেগে তা শুকিয়ে গেলে এবং দুর্গন্ধ চলে গেলে ঐ স্থান পবিত্র হয়ে যায়। এ অবস্থায় জায়গাটিতে নামায পড়া যাবে। কিন্তু তাতে তায়াম্মুম করা সহীহ হবে না

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৩১; আলমাবসূত, সারাখসী ১/১১৯; আলমুহীতুল বুরহানী ১/৩১১; আলবাহরুর রায়েক ১/২২৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১২৩

Read more Question/Answer of this issue