Shawal 1442 || May 2021

উবায়দুল্লাহ - কুমিল্লা

৫৩৫৮. Question

আমাদের মসজিদে ট্যাংকের পানি দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, পরে দেখা গেল তাতে একটি মেঠো ইঁদুর পড়ে আছে এবং ফুলে গেছে। এমতাবস্থায় উক্ত পানি দিয়ে অযু করে আদায়কৃত নামাযের হুকুম কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ইঁদুর কখন পড়েছে তা যদি জানা যায়, তাহলে তখন থেকে উক্ত পানি দ্বারা অযু-গোসল করে যেসকল ফরয ও ওয়াজিব নামায আদায় করা হয়েছে তা পুনরায় পড়ে নিতে হবে। কিন্তু ইঁদুর পড়ার সময় যদি জানা না যায়, তাহলে সেক্ষেত্রে ইঁদুর পড়ার বিষয়টি অবগত হওয়ার সময় থেকে পেছনের তিন দিন, তিন রাত পর্যন্ত উক্ত পানি দ্বারা অযু-গোসল করে যেসকল ফরয বা ওয়াজিব নামায আদায় করা হয়েছে সেই নামাযগুলো পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২৭; আলমাবসূত, সারাখসী ১/৫৯; বাদায়েউস সানায়ে ১/২২৯; আলহাবিল কুদসী ১/১০১; খুলাসাতুল ফাতাওয়া ১/১১; শরহুল মুনইয়া, পৃ. ১৬০; আদ্দুররুল মুখতার ১/২১৮

Read more Question/Answer of this issue