মুহসিন - মিরপুর, ঢাকা
৫৩৫৭. Question
গতকাল অযুর পাত্রে তেলাপোকা বা টিকটিকির বিষ্ঠা দেখতে পেলাম। ঐ অযু দিয়ে আসরের নামায পড়েছি, আমার নামায কি সহীহ হয়েছে?
Answer
হাঁ, আপনার উক্ত অযু সহীহ হয়েছে। কারণ টিকটিকি বা তেলাপোকার বিষ্ঠা নাপাক নয়। তা পানিতে পড়ার কারণে পানি নাপাক হয়ে যায়নি। সুতরাং ঐ পানি দ্বারা অযু করা সহীহ হয়েছে এবং আপনার নামাযও আদায় হয়েছে।
-কিতাবুল আছল ১/৫৫; আলমাবসূত, সারাখসী ১/৫১; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ২৮; ইমদাদুল আহকাম ১/৩৮৩