Rabiul Akhir 1429 || April 2008

আবুল খায়ের - নারায়ণগঞ্জ

১২৫৫. Question

জনৈক ব্যক্তির অভ্যাস হল, সে মাঝে মাঝে হাত দিয়ে নাকের পশম উপড়ে ফেলে। একবার হজের এহরাম অবস্থায় সে হাত দিয়ে নাকের দুই-তিনটি পশম উপড়ে ফেলেছে। এখন জানার বিষয় হল, এহরাম অবস্থায় নাকের পশম উপড়ে ফেলা জায়েয আছে কি না? এবং জায়েয না হলে তার জরিমানা কী হবে?

Answer

ইহরাম অবস্থায় শরীরের যেকোনো স্থান থেকে পশম কাটা, কামানো বা উপড়ে ফেলা নিষিদ্ধ। এ অবস্থায় নাকের লোম উপড়ানোও নাজায়েয।

তাই তিনটি পশম উঠানোর কারণে তাকে কিছু গম বা তার মূল্য (কমপক্ষে তিন মুষ্ঠি পরিমাণ) ছদকা করতে হবে।

-আলবাহরুর রায়েক ২/৩২৫, ফাতাওয়া হিন্দিয়া ১/২২৪ ও ১/২৪৩, মানাসিকে মুল্লা আলী কারী ৩২৮, ফাতাওয়া খানিয়া ১/২৮৯, রদ্দুল মুহতার ২/৪৮৯

Read more Question/Answer of this issue