Rabiul Akhir 1429 || April 2008

লোকমান - কুমিল্লা

১২৫২. Question

আমার একটি ডেইরী ফার্ম আছে। তাতে ৭০/৮০ টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করি। গরুগুলোর খাওয়া-দাওয়ার পুরো খরচ আমাকেই বহন করতে হয়। এখন আমার প্রশ্ন হল, এক্ষেত্রে আমাকে উক্ত গরুগুলোর যাকাত দিতে হবে কি না?

Answer

না, প্রশ্নোক্ত ডেইরী ফার্মের ঐ গরুগুলোর যাকাত দিতে হবে না।

অবশ্য, দুধ বিক্রি করে যে টাকা আয় হয় তা নেসাব পরিমাণ হলে তার যাকাত দিতে হবে।

-আলবাহরুর রায়েক ২/১১২, খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৬, আদ্দুররুল মুখতার ২/২৭৫

Read more Question/Answer of this issue