Muharram 1429 || January 2008

মুহাম্মাদ আব্দুল্লাহ - নেত্রকোনা

১১৬৯. Question

চৌকি বা খাটের উপর নামায পড়া অবস্থায় সামনে দিয়ে কেউ অতিক্রম করলে সে কি গোনাহগার হবে? উল্লেখ্য, চৌকি বা খাট দেড়-দুই ফুট উঁচু হয়ে থাকে।

Answer

যেমনিভাবে সমতল যমীনের উপর নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ, তেমনিভাবে চৌকি বা খাটের উপর নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করাও নিষেধ। অবশ্য প্রয়োজনে বসে বসে খাটের সমতলের নিচ দিয়ে কিংবা নামাযীর সামনে সুতরা রেখে অতিক্রম করতে পারবে।

-সহীহ বুখারী ১/৭১, ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪, ফাতহুল কাদীর ১/৩৪৫, আলবাহরুর রায়েক ২/১৭, আদ্দুররুল মুখতার ১/৬৩৪

Read more Question/Answer of this issue