Muharram 1429 || January 2008

মাওলানা মতিউর রহমান - ময়মনসিংহ

১১৬৬. Question

আমার নিকট যাকাতের নেসাব পরিমাণ টাকা আছে এবং তার ওপর বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু স্ত্রীর মহর-যা নগদ আদায় যোগ্য নয়-এ মহরের পরিমাণ এত যে, তা আদায় করলে টাকার পরিমাণ নেসাব থেকে কমে যাবে। এখন আমার জানার বিষয় হল, যে মহর নগদ আদায় করা জরুরি নয় তা ঋণ হিসাবে কর্তনযোগ্য কিনা?

Answer

যে সম্পদের ওপর যাকাত ওয়াজিব হয়েছে এ সম্পদ থেকেই নগদে স্ত্রীর মহর আদায় করে দিলে কিংবা নগদে আদায়ের উদ্দেশ্যে টাকা গচ্ছিত করে থাকলে নগদ মহর পরিমাণ অর্থ যাকাতের নেসাব থেকে কর্তন করা হবে। আর যদি সে এখন স্ত্রীর মহর নগদ আদায়ের ইচ্ছা না করে থাকে তবে ওই মহরের টাকা যাকাতের নেসাব থেকে কর্তিত হবে না। বরং মহর অনাদায়ী থাকা সত্ত্বেও যাকাতযোগ্য সম্পদের যাকাত আদায় করতে হবে।

-আল বাহরুর রায়েক ২/২০৪, ফাতহুল কাদীর ২/১২০, বাদায়েউস সানায়ে ২/৮৪, ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৩, আদ্দুররুল মুখতার ২/১২০

Read more Question/Answer of this issue