Muharram 1429 || January 2008

ডা. আব্দুল্লাহ - মিরপুর, ঢাকা-১২১৬

১১৬৪. Question

একজন হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করে একজন মুসলিম ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সামাজিক কিছু সীমাবদ্ধতার কারণে তার ইসলাম গ্রহণ ও বিবাহের কথা গোপন রেখেছে এবং আগের মতোই তার মা-মাবার কাছে থেকে তাদের সাথেই খাওয়া-দাওয়াসহ জীবিকা নির্বাহ করছে। এখন প্রশ্ন হলো স্বামী থাকা সত্ত্বেও অমুসলিম পিতার সম্পদ থেকে এভাবে জীবিকা গ্রহণ বৈধ হচ্ছে কি?

উল্লেখ্য, পিতা তার জীবিকার দায়িত্ব বহন করতে সক্ষম। আর মেয়েরও স্বামী ছাড়া ভিন্ন কোন উপায় নেই।

Answer

অমুসলিম পিতা-মাতার সম্পদ থেকে মুসলিম সন্তানাদির জীবিকা নির্বাহ অবৈধ নয়। তাই উক্ত মেয়ের জন্যও তার পিতার বাড়িতে খাওয়া-থাকা বৈধ। তবে মেয়েটির নিজের ইসলাম গ্রহণ করার কথা গোপন রাখা ঠিক হচ্ছে না। বিষয়টি প্রকাশ করে দেওয়া এবং সম্পূর্ণ ইসলামী-জীবনযাপন করা তার কর্তব্য। পিতামাতার কাছে থেকে এটি সম্ভব না হলে বা এর ফলে কোন সমস্যা দেখা দিলে মেয়েটি মুসলিম স্বামীর নিকট চলে আসবে এবং স্বীয় কর্তব্য পালন করবে। পরবর্তীতে সমস্যা কেটে গেলে মাতাপিতা ও মাহরাম আত্মীয়দের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে। এমনকি প্রয়োজনে তাদের সেবা-যত্নও করতে পারবে।

-মুসনাদে আহমদ ৪/৪ হাদীস নং ১৫৬৭৯, বাদায়েউস সানায়ে ৩/৪৪৯, আদ্দুররুল মুখতার ৩/৬১৪, আলমুহীতুল বুরহানী ৪/৬১৪

Read more Question/Answer of this issue