Muharram 1429 || January 2008

মোতাওয়ালী - মসজিদ কর্তৃপক্ষের পক্ষে

১১৬১. Question

একটা জামে মসজিদ প্রথমে কাচাঘর ছিল ৪/৫ বছর পর তা পাকা করা হয়। ১০/১২ বছর পর বর্তমানে মসজিদের তেমন কোন আয়ের উৎস না থাকায় এবং আশেপাশে স্বচ্ছল ও দ্বীনদার লোকদের সংখ্যা খুবই কম-থাকায় মসজিদের খরচ চালাতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় মসজিদ-কর্তৃপক্ষ মসজিদের খরচ চালাবার জন্য মসজিদের নিচ তলায় পরিবর্তন করে দোকান, মেস ইত্যাদি করে মসজিদ পরিচালনা করার একটি স্থায়ী ব্যবস্থা করার চিন্তা করছে। শরীয়ত অনুযায়ী এটা কতটুকু জায়েয অথবা নাজায়েয মেহেরবানী করে জানাবেন।

Answer

না, প্রশ্নোক্ত জায়গায় দোকান-মেস ইত্যাদি কোন কিছু বানানো যাবে না। কারণ যে স্থানে একবার মসজিদ হয়ে যায় তাতে অন্য কিছু করার সুযোগ শরীয়তে নেই। বরং নিচ তলা মসজিদ হিসাবেই ব্যবহার করতে হবে। মহল্লাবাসী এবং অন্যন্য মুসল্লীদের কর্তব্য হল মসজিদের যাবতীয় প্রয়োজনীয় খরচাদির ব্যবস্থা করা।

-আলমুহীতুল বুরহানী ৯/১২৭, মাজমাউল আনহুর ২/৫৯৪, ফাতাওয়া খানিয়া ৩/২৯৩, ফাতহুল কাদীর ৫/৪৪৬

Read more Question/Answer of this issue