আনোয়ার - বরিশাল
১১৫৯. Question
বাড়ির হেফাযতের জন্য আমার কুকুর পালার খুব প্রয়োজন। এদিকে আশ্বিন মাসে অধিকাংশ কুকুর পাগল হয়ে যায়। এদেরকে খাসী বানিয়ে দিলে এমনটি হয় না, তাই আমি এরূপ করতে চাচ্ছি এতে শরয়ী সমস্যা আছে কিনা?
Answer
প্রশ্নোক্ত পন্থাটি যদি কার্যকরী হয় তবে প্রয়োজনে এরূপ করা জায়েয হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এর কারণে জন্তুটির খুব বেশি কষ্ট না হয়।
-ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫/৩৫৭, হেদায়া (ফাতহুল কাদীরসহ) ৮/৪৯৭, আদ্দুররুল মুখতার ৬/৩৮৮