Muharram 1429 || January 2008

মামুন - নোয়াখালী

১১৫৭. Question

আমাদের মসজিদে তারাবীর নামাযের পর ইমাম সাহেব তিলাওয়াতকৃত আয়াতসমূহের সারমর্ম পেশ করেন। নামাযের মাঝে তিলাওয়াতে সিজদা আদায়ের পর যদি বয়ানের সময় উক্ত আয়াত পুনরায় তিলাওয়াত করেন তাহলে পুনরায় সিজদা করতে হবে কিনা? 

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তিলাওয়াতকারী এবং শ্রোতা সকলকে পুনরায় তিলাওয়াতে সিজদা আদায় করতে হবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৮৩, ফাতাওয়া খানিয়া ১/১৫৮, আলমুহীতুল বুরহানী ২/৩৭৩, খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৫, আলবাহরুর রায়েক ২/১২৪, ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৫

Read more Question/Answer of this issue