Muharram 1429 || January 2008

আব্দুর রহমান - ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

১১৫৪. Question

আমি একজন নওমুসলিম। বর্তমানে এক মুসলমান ব্যক্তির তত্ত্বাবধানে আছি। আমি তাকে আববা এবং তার স্ত্রীকে আম্মা বলে ডাকি। বর্তমানে দেশে জাতীয় পরিচয়-পত্রে ও ভোটার তালিকায় আমার জন্মদাতা হিন্দু পিতার স্থলে ঐ মুসলমান ব্যক্তির নাম ব্যবহার করা যাবে কিনা? আর যদি জন্মদাতা হিন্দু পিতার নাম লিখি তাতে কি ঈমানের কমতি হবে? বা দুর্বলতা দেখা দিবে? এ ব্যাপারে ইসলামের বিধান জানালে কৃতার্থ হব।

Answer

জাতীয় পরিচয়পত্রে ও ভোটার তালিকায় নিজ পিতার স্থলে আপনাকে জন্মদাতা পিতার নামই লিখতে হবে। অমুসলিম পিতার নাম ব্যবহার করলে ঈমানের কোন ক্ষতি হবে না। যে সকল সাহাবায়ে কেরামের পিতা মুসলমান ছিল না তাঁরাও মুশরীক পিতার নামের সাথেই পরিচিত হতেন। বিষয়টিকে কেউ দোষের চোখে দেখতেন না।

-সূরা আহযাব ৪,৫, সহীহ বুখারী ২/১০০১, সহীহ মুসলিম ১/৫৭, তাফসীরে কুরতুবী ১৪/১১৯, তাফসীরে রূহুল মাআনী ১১/১১৯, আহকামুল কুরআন (জাস্সাস রহ.) ৩/৩৫৪, আদ্দুররুল মুখতার ৩/৪৯৩

Read more Question/Answer of this issue