Muharram 1429 || January 2008

মুহাম্মাদ রিয়াজুল ইসলাম - ফতুল্লা, নারায়ণগঞ্জ

১১৫২. Question

আমাদের এলাকায় এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, যার দরুণ স্ত্রী মারা যায়। এখন অনেকে বলছে যে, ঐ স্ত্রী শহীদ, আর স্ত্রীর গুনাহ স্বামীর উপর দিয়ে যাবে একথাটি কতটুকু সত্য? জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী মহিলাটি হুকমী শহীদ। অর্থাৎ সে আখেরাতে শহীদের মর্যাদা পাবে। তবে গোসল ও কাফনের ক্ষেত্রে তার সাথে স্বাভাবিক মৃতের ন্যায় আচরণ করা হবে। জিহাদের শহীদের মত তাকে গোসল ছাড়া দাফন করবে না। উল্লেখ্য যে, হাদীস দ্বারা একথা প্রমাণিত যে, যদি কোন ব্যক্তি কারো ওপর অত্যাচার করে, তাহলে কিয়ামত দিবসে অত্যাচারীর নেকী থেকে তার জুলুম অনুযায়ী সাওয়াব অত্যাচারিত ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে যদি অত্যাচারী ব্যক্তির নেকী না থাকে বা শেষ হয়ে যায়, তাহলে অত্যাচারিত ব্যক্তির গুনাহ থেকে নির্ধারিত পরিমাণ গুনাহ জালেমকে দেওয়া হবে।

-সহীহ মুসলিম ২/৩২০, আলজামে লিআহকামিল কুরআন ৬/১৩৭, হেদায়া ১/১৮৩, বাদায়েউস সানায়ে ২/৩৬৫, আলমাজমূ ৫/২২৪

Read more Question/Answer of this issue