Muharram 1429 || January 2008

আলী হায়দার - ফেনী

১১৫১. Question

আমাদের এলাকার কিছু লোকের ধারণা এই যে, ফিৎরা আদায়ের ক্ষেত্রে একজন গরীব লোককে পূর্ণ এক ফিৎরা দিতে হয়। এর অংশ অর্থাৎ এক ফিৎরা কয়েকজনকে ভাগ করে দিলে ফিৎরা আদায় হয় না। তাদের এই ধারণা কি সঠিক? এবং এক্ষেত্রে শরীয়তের মাসআলা কি? জানালে কৃতজ্ঞ হব।

Answer

একটি ফিৎরা পুরোটা একজন গরীবকে দেওয়া জরুরি নয়। এক ফিৎরা কয়েকজনকে ভাগ করেও দেওয়া জায়েয আছে। তবে উত্তম হল, একজনকে একটি ফিৎরার কম না দেওয়া।

-হাশিয়াতুত্ত্বাহতাবী আলালমারাকী পৃ. ৩৯৫, ফাতাওয়া খানিয়া, বাদায়েউস সানায়ে ২/৫৭৩, আলবাহরুর রায়েক ২/৪৪৬

Read more Question/Answer of this issue