Muharram 1429 || January 2008

লোকমান -

১১৪৯. Question

জনাব মুফতী সাহেব! আমার একটা ডেইরী ফার্ম আছে তাতে ৭০-৮০টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করে ব্যবসা করি এবং এ গরুগুলোর খাওয়া-দাওয়ার পুরো খরচ আমাকেই বহন করতে হয়।

এখানে আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে আমাকে কি উক্ত গরুগুলোর যাকাত দেওয়া লাগবে?

Answer

প্রশ্নোক্তক্ষেত্রে আপনাকে উক্ত ডেইরী ফার্মের গরুর যাকাত দিতে হবে না। অবশ্য, দুধ বিক্রি করে যে টাকা আয় হয় তা যদি নেসাব পরিমাণ হয় তাহলে তার যাকাত দিতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৫, ফাতহুল কাদীর ২/১২৬, আদ্দুরুল মুখতার ২/২৭৫, ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২, ১৭৬, আলবাহরুর রায়েক ২/২১৩

Read more Question/Answer of this issue