Muharram 1429 || January 2008

হেলাল - ঢাকা

১১৪৮. Question

আমার এক আত্মীয়ার বয়স ৩০/৩২ বছর হবে। কিন্তু এখনো তার বিয়ে হয়নি, কারণ তার সামনের দাঁতগুলো অস্বাভাবিক বড় এবং সামনের দিকে বেরিয়ে থাকে। তাই যে ছেলেই তাকে দেখে ফিরে যায়। এখন তার আববা চাচ্ছে, সার্জারী করে দাঁতগুলোকে কেটে কিছু ছোট করে ভেতর দিকে নিতে। এখানে আমার প্রশ্ন হলো, তার একাজটি জায়েয হবে কি না?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ঐ মহিলার দাঁতগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা জায়েয হবে।

-শরহে সহীহ মুসলিম ২/২০৫, উমদাতুল ক্বারী ২২/৬৩, জামে আহকামুন নিসা ৪/৪১৬

Read more Question/Answer of this issue