Muharram 1429 || January 2008

মুহা. আব্দুল কাদের - পূর্বধলা, নেত্রকোনা

১১৪৭. Question

কোন ইসলামী সমিতি যদি জনগণ থেকে গরীবদের জন্য টাকা উঠিয়ে উক্ত সমিতিতে গোরাবা ফান্ড খোলে এবং উক্ত সমিতি গরীবদের ভাগে যে লভ্যাংশ আসে তা গরীবদেরকে দিয়ে দেয় এবং এক সময় আসলটাও দিয়ে দেয় তাহলে তা জায়েয হবে কি? আর গরীবদের টাকা দিয়ে ব্যবসা করার কারণ হল যেহেতু যে পরিমাণ টাকা উঠল তা যদি দিয়ে দেওয়া হয় তাহলে একবারেই শেষ ও গরীবদের একবারই উপকার হয় আর যদি ব্যবসা করে লভ্যাংশ উক্ত নিয়মে দেওয়া হয় তাহলে বার বার গরীবদের ফায়দা হয়।

Answer

সমিতির প্রশ্নোক্ত পরিকল্পনার কথা দাতাদেরকে জানিয়ে তাদের থেকে যদি নফল সাদকা সংগ্রহ করা যায় তবে সে টাকা দিয়ে সমিতির প্রতিনিধিগণ ব্যবসা করতে পারবে। এক্ষেত্রে সমিতি ইনসাফভিক্তিক পারিশ্রমিক নিতে পারবে। তবে গরীবদের উপর যেন কোন প্রকার জুলুম না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গরীবদের মূল টাকা ও লাভ পুরোটাই আমানত হিসাবে হেফাজত করতে হবে।

কিন্তু প্রশ্নোক্ত পরিকল্পনার কথা দাতাদের না জানিয়ে গরীবদের উদ্দেশ্যে নেওয়া নফল দান দ্বারাও ব্যবসা করা বৈধ হবে না। তদ্রূপ যাকাত, ফেতরা এবং অন্যান্য ওয়াজিব দানের টাকা দ্বারাও ব্যবসা করা জায়েয হবে না। এ সকল টাকা যতদ্রুত সম্ভব গরীব-মিসকীনকে পৌঁছে দেওয়া জরুরি।

Read more Question/Answer of this issue