Safar 1429 || February 2008

আব্দুল হালীম হাওলাদার - হেসামদ্দি, বরিশাল

১২০০. Question

একদিন ফজরের সময় মসজিদে গিয়ে দেখি নামায শুরু হয়ে গেছে। এখন আমি সাথে সাথে জামাতে শামিল হব, নাকি আগে সুন্নত আদায় করবো? জানালে উপকৃত হব।

Answer

ফজরের সুন্নত অধিকতর গুরুত্বপূর্ণ সুন্নত। এর আদায়ের ব্যাপারে হাদীসে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে। তাই জামাত শুরু হওয়ার আগে কখনো তা যদি আদায় করা না হয় তবে দ্রুত সুন্নত আদায় করে ইমাম সাহেবের সাথে শেষ রাকাতে একমকি তাশাহ্হুদে শরীক হওয়ারও প্রবল সম্ভাবনা থাকলে এ ক্ষেত্রেও সুন্নত আদায় করে নেওয়া বাঞ্ছনীয়। অবশ্য সুন্নত নামায জামাত থেকে দূরে ভিন্ন স্থানে যেমন বারান্দায় বা দেয়ালের আড়ালে পড়বে। জামাতের কাছাকাছি বা কাতারে দাঁড়িয়ে আদায় করবে না। আর যদি সুন্নত আদায় করলে ইমামের সাথে তাশাহ্হুদ পাওয়ারও সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত না পড়ে সরাসরি জামাতে শরিক হয়ে যাবে। এক্ষেত্রে সূর্যোদয়ের পর (ঢলে যাওয়ার আগে) ওই সুন্নত পড়ে নেওয়া ভালো।

-সুনানে আবু দাউদ ১/১৭৮-১৭৯, আলবাহরুর রায়েক ২/৭৩, ফাতাওয়া হিন্দিয়া ১/১২০, আলমুহীতুল বুরহানী ২/২৩৪, রদ্দুল মুহতার ২/৫৬

Read more Question/Answer of this issue