Safar 1429 || February 2008

আনোয়ার - বরিশাল

১১৯৭. Question

আমি তিন হাজার টাকায় একটি পুরাতন মোবাইল বিক্রি করি। ক্রেতার কাছে মোবাইলটি অর্পণ করলে সে আমার নিকট চার্জারের দাবি করে। অথচ মোবাইল বিক্রির সময় চার্জার দেওয়ার কোনো কথা হয়নি। আর না দিলে ১০০টাকা কম দিতে চাচ্ছে। আমার প্রশ্ন হলো, মোবাইলের সাথে চার্জার দেওয়া জরুরি কি না? শরয়ী সমাধান জানতে চাই।

Answer

চার্জার মোবাইল ফোনের একটি আবশ্যকীয় এক্সেসরিজ। যা সাধারণত মোবাইলের সাথেই দেওয়া হয়। তাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় চার্জার দেওয়ার কথা না থাকলেও তা দেওয়া জরুরি। তাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় চার্জারের উল্লেখ না থাকলেও চার্জার দেওয়া জরুরি। সুতরাং প্রশ্নোক্ত কারবারেও বিক্রেতার উপর চার্জার দেওয়া জরুরি। চার্জার না দিলে ক্রেতা চার্জারের দাম মোবাইলের মূল্য থেকে কর্তন করতে পারবে। তবে যদি বিক্রয়ের সময়ই এ কথা বলে দেওয়া হয় যে, আমি শুধু সেট বিক্রি করলাম, চার্জার নয়, তাহলে সে ক্ষেত্রে চার্জার বিক্রিত দ্রব্যের অন্তর্ভুক্ত হবে না।

-ফাতহুল কাদীর ৫/৪৮৩, বাদেউস সানায়ে ৪/৩৬৮, আলবাহরুর রায়েক ৫/২৯৩, শরহুল মাজাল্লাহ ২/১৩৮, রদ্দুল মুহতার ৪/৫৪৮

Read more Question/Answer of this issue