Safar 1429 || February 2008

আরিফুল ইসলাম - সাতক্ষীরা

১১৯২. Question

মসজিদে জামাতে নামায আদায় করার সময় দেখা যায় যে, কখনো কোন কারণে নামায ফাসেদ হয়ে গেলে সালাম শেষে ইমাম সাহেবকে অবহিত করার পর পুনরায় জামাতে নামায আদায় করা হয়। প্রশ্ন হল এক্ষেত্রে দ্বিতীয়বার নামায আদায়ের সময় কি পুনরায় ইকামত দিতে হবে? নাকি পূর্বের ইকামতই যথেষ্ট হবে? জানালে উপকৃত হব।

Answer

কোন কারণে নামায ফাসেদ হয়ে গেলে যদি দ্বিতীয়বার নামায শুরু করতে বেশি বিলম্ব না হয় তাহলে পুনরায় ইকামত দিতে হবে না। আর যদি প্রথম নামাযের পর আবার নামায শুরু করতে অনেক বেশি বিলম্ব হয়ে যায় তাহলে পুনরায় ইকামত দিতে হবে।

-ফাতাওয়া তাতারখানিয়া ১/৫২৪, আলবাহরুর রায়েক ১/২৬২, আদ্দুররুল মুখতার ১/৩৯০, আলমুহীতুল বুরহানী ২/২০১

Read more Question/Answer of this issue