Safar 1429 || February 2008

রেজাউল করীম - ঢাকা

১১৮৮. Question

কারো উপর কুরবানী করা ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কুরবানী না করে তাহলে পরবর্তীতে তার করণীয় কী? এমনিভাবে যদি কুরবানীর পশু ক্রয় করার পরেও নির্ধারিত দিনগুলোর মধ্যে কুরবানী না করে তাহলে যে পশুটি ক্রয় করা হয়েছিল সেটি কী করা হবে? বিস্তারিত জানালে উপকৃত হব।

Answer

কুরবানী ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানীর দিনগুলোতে তা আদায় না করলে পরবর্তীতে কুরবানীর যোগ্য একটি বকরীর মূল্য সদকা করতে হবে। আর কুরবানীর পশু ক্রয় করে থাকলে এবং নির্ধারিত সময়ের মধ্যে কুরবানী না করতে পারলে জীবিত পশুটিকে সদকা করে দেবে কিংবা পশুটির ন্যায্য মূল্য সদকা করে দেবে।

উল্লেখ্য, যার উপর কুরবানী ওয়াজিব নয় সে যদি কুরবানীর উদ্দেশ্যে পশু ক্রয় করে কুরবানীর দিনগুলোতে জবাই করতে না পারে তবে তাকে ওই পশুটি জীবিত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে পশুটি রেখে তার মূল্য দান করার সুযোগ নেই।

-ফাতহুল কাদীর ৮/৪৩২, আলবাহরুর রায়েক ৮/১৭৬, রদ্দুল মুহতার ৬/৩২১, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৭

Read more Question/Answer of this issue