মুহা. মনির হোসেন - নগরখানপুর, নারায়ণগঞ্জ
১১৭৪. Question
ক. বিদেশী এক কোম্পানি ইঞ্জিনিয়ারকে একটা কাজ দিয়েছে এবং বলে দিয়েছে যে, আপনি ফার্স্ট ক্লাসের টিকিট করে প্লেনে চলে আসেন। আপনাকে এখানে আসার পর ফার্স্ট ক্লাসের ভাড়া এবং হোটেল ভাড়া বাবদ পাঁচ হাজার ডলার দেব। এগুলোর বিল দেখালেই আপনাকে টাকা পরিশোধ করে দেব। ইঞ্জিনিয়ার সাহেব চাচ্ছেন, যেহেতু আমি ব্যবসায় যাচ্ছি এজন্য প্লেনের ফার্স্টক্লাসে না গিয়ে ইকোনমি ক্লাসে যাবো এবং হোটেল ভাড়া বাবদ পাঁচ হাজার ডলারের জায়গায় তিন হাজার ডলার খরচ করব। তাহলে অতিরিক্ত টাকাটা আমার লাভ হবে। এখন প্রশ্ন হল, কোম্পানি যে পরিমাণ টাকা খরচ করার জন্য বলেছে উপরের বিবরণ অনুযায়ী তার চেয়ে কম খরচ করে কোম্পানির পক্ষ থেকে অনুমোদিত পরিপূর্ণ বিলের টাকা তার জন্য গ্রহণ করা জায়েয হবে কিনা? দলীলসহ বিস্তারিত জানতে চাই।
খ. আমি গ্রামের এক লোককে ৫৬ শতাংশ জমি ২০,০০০ (বিশ হাজার) টাকার বিনিময়ে লিজ/ভাড়া দিই। তিনি উক্ত জমি আরেকজনের কাছে বর্গা দেন, কিন্তু আমার টাকার সমস্যার কারণে তাকে বলি যে, আপনি বর্গা হিসাবে এই জমি থেকে যে পরিমাণ ফসল পান ঐ পরিমাণ ফসল আমি আপনাকে দিয়ে যাব, উক্ত জমিটা পুনরায় অন্য আরেকজনকে লিজ হিসেবে দিতে চাই। এতে যদি তিনি সম্মত হন তাহলে এটা শরীয়তসম্মত হবে কি না, দলীলসহ অবগত করালে কৃতজ্ঞ হব।
Answer
ক. প্রশ্নের বর্ণনা থেকে বুঝা যাচ্ছে যে, খরচের বিল জমা দিতে হবে। আর সে বিল অনুযায়ীই টাকা পাওয়া যাবে। সুতরাং বিলে যথাযথ খরচ না লিখে মিথ্যা বর্ণনা দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা হালাল হবে না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি তিন হাজার ডলার খরচ করা হয় তবে এর অতিরিক্ত লেখা বা নেওয়া জায়েয হবে না। -সূরা বাকারা ১৮৮, তাফসীরে কুরতুবী ২/৩৩৮, তাফসীরে রুহুল মাআনী ২/৭০
খ. না, এ পদ্ধতিতে জমিটি অন্যত্র লিজ দেওয়া জায়েয হবে না। জমির মালিক যদি জমিটি অন্যত্র লীজ দিতে চায় তবে পূর্বের লীজ চুক্তি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করতে হবে এবং লীজগ্রহীতাকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। পূর্বের চুক্তি বহাল রেখে অন্যত্র লীজ দেওয়ার সুযোগ নেই।