Rabiul Auwal 1429 || March 2008

নাসিরুদ্দীন - গোপালগঞ্জ

১২২৪. Question

যখন সূরা রূমের কয়েকটি আয়াত অবতীর্ণ হল তখন হযরত আবু বকর [রা.] মুশরিকদের সাথে বাজি ধরেছিলেন। এ কথার উপর যে, কয়েক বছরের মধ্যেই রোম পারস্যের উপর বিজয়ী হবে। হাদীসে এ সম্পর্কে কোন আলোচনা আছে কি? থাকলে কোন কিতাবে আছে এবং তার সারসংক্ষেপ কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ; ঘটনাটি হাদীস, তাফসীর ও ইতিহাসের কিতাবে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম তবারী তাঁর তাফসীর গ্রন্থে ইকরিমা [রহ.] থেকে বর্ণনা করেছেন- আযরুআত নামক স্থানে রোমান ও পারসিকদের মাঝে যুদ্ধ সংঘটিত হল এবং পারসিকরা বিজয়ী হল। মক্কার কাফেররা পারসিকদের বিজয়ই কামনা করত। [কেননা এরাও মুশরিক ওরাও মুশরিক, এরাও নবুওয়াত ও রিসালাত সম্পর্কে অজ্ঞ ওরাও অজ্ঞ]। তাই তারা আনন্দিত হল এবং বিদ্রুপ করল। এরপর সাহাবীদের নিকট গিয়ে বলল তোমরাও আসমানী গ্রন্থের কথা বল। ওরাও আসমানী গ্রন্থের নাম নেয়। আর আমরা হলাম উম্মি। অথচ আমাদের পারসিক বন্ধুরা রোমানদের উপর বিজয় লাভ করেছে। তেমনিভাবে তোমরাও যদি আমাদের সাথে লড়াই করো আমরাই বিজয়ী হব। তখন সূরা রূমের এ আয়াতগুলো অবতীর্ণ হয়-

الٓمّٓۚ۝۱ غُلِبَتِ الرُّوْمُۙ۝۲ فِیْۤ اَدْنَی الْاَرْضِ وَ هُمْ مِّنْۢ بَعْدِ غَلَبِهِمْ سَیَغْلِبُوْنَۙ۝۳ فِیْ بِضْعِ سِنِیْنَ ؕ۬ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَ مِنْۢ بَعْدُ ؕ وَ یَوْمَىِٕذٍ یَّفْرَحُ الْمُؤْمِنُوْنَۙ۝۴ بِنَصْرِ اللّٰهِ ؕ یَنْصُرُ مَنْ یَّشَآءُ ؕ وَ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ

‘‘রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে, কিন্তু তারা এ পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই। আগে ও পরের ফয়সালা আল্লাহরই। আর সেদিন মুমিনরা আনন্দিত হবে। আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু।’’ -সূরা রূম

তখন আবু বকর [রা.] কাফেরদের নিকট গিয়ে বললেন, পারসিকদের বিজয়ের কারণে আনন্দ করছ? তোমাদের এ আনন্দ অহেতুক। আল্লাহ তাআলা তোমাদের চোখকে ঠান্ডা করবেন না। আল্লাহর শপথ অবশ্যই রোমানরা পারসিকদের উপর বিজয়ী হবে। আমাদের নবী এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন। তখন উবাই ইবনে খলফ দাঁড়িয়ে বলল, হে আবুল ফযল [আবু বকর রা.-এর একটি উপনাম] তুমি মিথ্যে বলেছ। আবু বকর [রা.] বললেন, হে আল্লাহর দুশমন! তুমিই বড় মিথ্যেবাদী। উবাই ইবনে খালফ বলল, তাহলে আমি তোমার সাথে দশটা উটনীর বাজি ধরতে চাই। তিন বছরের মধ্যে যদি রোমানরা বিজয়ী হতে পারে তাহলে আমি আদায় করব। অন্যথায় তুমি আদায় করবে।

আবু বকর [রা.] নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি অবহিত করলে তিনি বললেন, আমি তো এমনটি বলিনি। শব্দটি তো তিন থেকে নয় পর্যন্ত সংখ্যা বুঝায়। সুতরাং তুমি যাও, সময় বাড়িয়ে নাও। আবু বকর [রা.]কে আসতে দেখে উবাই বলল, সম্ভাবত অনুতপ্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, না; বরং পণ্য বেশি ধরে সময় বাড়িয়ে নিতে এসেছি। এখন উটনী ধার্য কর একশটি আর সময় নির্ধারণ কর নয় বছর। উবাই বলল তাই করা হল।’’ -তাফসীরে ত্ববারী ১০/১৬৪

উল্লেখ্য, এটি বাজি হারাম হওয়ার আগের ঘটনা। অবশ্য মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাজি হারাম হয়ে গেছে। সে জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বাজি জিতে পাওয়া উটনীগুলো সদকা করার নির্দেশ দিয়েছিলেন।

-জামে তিরমিযী, হাদীস ৩১৯৪, তাফসীরে ইবনে আবী হাতেম ৯/৩০৮৬

Read more Question/Answer of this issue