নাসিরুদ্দীন - গোপালগঞ্জ
১২২৩. Question
‘প্রত্যেক জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হল রোযা।’ এই হাদীসটি কোন কিতাবে আছে এবং হাদীসটির সনদ কেমন? জানতে চাই?
Answer
হাদীসটি সুনানে ইবনে মাজাহ [হাদীস ১৭৪৫] ও শুআবুল ঈমানে [হাদীস ৩৫৭৭] বর্ণিত হয়েছে। তবে হাদীসটির সনদ দুর্বল।
-মিসবাহুয যুজাজাহ ১/৩০৮, মাজমাউয যাওয়ায়েদ ৩/১৮২, আলইলালুল মুতানাহিয়াহ ২/৫৪০, আলফাওয়াহিদুল মাজমূজা ১/১২৩, তাযকিরাতুল মাওযূআত ৭০