মুহা. শরীয়াতুল্লাহ যমীরী - সিরাজগঞ্জ সদর
১২২১. Question
কিছু দিন আগের কথা। যমুনা সেতুর পশ্চিম পার্শ্বে ট্রাক-বাসের সংঘর্ষে কেউ আহত কেউ নিহত হয়েছে। নিহতদের নিয়ে কেটে চোখ, মগজ, কিডনি ইত্যাদি রেখে দেওয়া হয়েছে। কারো অপমৃত্যু হলেই এ রকম করা হয়। এব্যাপারে শরীয়তের বিধান কী? জানালে উপকৃত হব।
Answer
মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানী মৃত্যুবরণ করার পরও সম্মানের পাত্র। হাদীস শরীফে ইরশাদ হয়েছে, ‘মৃতের হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় ভাঙ্গার মতই।’ -সুনানে আবু দাউদ ৪৫৮
বর্তমানে ময়না তদন্তের নামে যাচ্ছে তাই করা হচ্ছে। বিশেষত যেখানে মৃত্যুর কারণ সুনির্ধারিত এবং দুর্ঘটনার স্থান থেকেই পুলিশ চূড়ান্ত রিপোর্ট নিয়ে লাশ দাফনের জন্য ছেড়ে দিতে পারে সেখানে ওই লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া শরীয়তের নির্দেশনা পরিপন্থী কাজ। এ ছাড়া যদি চোখ ও কিডনি ইত্যাদি রেখে দেওয়ার কথা সঠিক হয়ে থাকে তবে বিষয়টি আরো ভয়াবহ গোনাহের কাজ বলেই গণ্য হবে।