Rabiul Auwal 1429 || March 2008

জহিরুল ইসলাম - প্যারিদাস রোড, ঢাকা

১২১৩. Question

আমি কয়েক বছর আগে হজ করতে যাই। আর আইয়্যামে তাশরীকের মাঝে সেখানে কুরবানী করি। সেখানে কুরবানী করায় আমার পক্ষ থেকে দেশে কুরবানী করা হয়নি। দেশে আসার পর একজন আলেমের নিকট শুনতে পেলাম, সামর্থ্যবান ব্যক্তির উপর উভয়স্থানেই [দেশে ও সৌদি আরবে] কুরবানী করতে হবে। এখন আমার প্রশ্ন হল, আসলেই কি আমাকে দু জায়গায় কুরবানী করতে হবে, নাকি একজায়গায় কুরবানী করলে চলবে? বিষয়টি সম্পর্কে প্রামাণ্য গ্রন্থাদির উদ্ধৃতিসহ বিস্তারিত সমাধান দিয়ে বাধিত করবেন ।

Answer

কুরবানী ওয়াজিব হওয়ার জন্য একটি শর্ত হল মুকীম হওয়া। প্রশ্নের বিবরণ ও মৌখিক বক্তব্য অনুযায়ী যেহেতু আপনি কুরবানীর দিনসমূহে মুসাফির ছিলেন তাই ওই বছর আপনার উপর কুরবানী ওয়াজিব ছিল না। আপনি সেখানে যে কুরবানী আদায় করেছেন তা হজের কুরবানী, যাকে দমে শুকর বলা হয়। তামাত্তু ও কিরানকারীর উপর এ কুরবানী ওয়াজিব। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উপর সেখানে বা দেশে ঈদুল আযহার কুরবানী করা ওয়াজিব নয়।

-মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩৮২, বাদায়েউস সানায়ে ৪/১৯৫, ইলাউস সুনান ১৭/২১২, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫/২৯২, খুলাসাতুল ফাতাওয়া ৪/৩০৯, রদ্দুল মুহতার ৬/৩২

Read more Question/Answer of this issue