আবদুর রহীম - ফেনী
১২১২. Question
অনেক সময় দেখা যায় যে, বন্যা, ঘুর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প ইত্যাদি কোনো দুর্যোগের কারণে অনেক মানুষ এক সাথে মারা গেলে তাদেরকে গণ কবর দেওয়া হয়। এভাবে একাধিক লাশকে এক কবরে দাফন করা জায়েয আছে কি না?
Answer
প্রত্যেক লাশকে ভিন্ন ভিন্নভাবে কবর দেওয়াই শরীয়তের নিয়ম। অবশ্য জায়গার সংকট কিংবা লাশের সংখ্যা বেশি আর ব্যবস্থাপনা অপ্রতুল হওয়ার দরুন পৃথক পৃথক কবর দেওয়া অধিক কষ্টকর হলে এক কবরে একাধিক লাশ দাফন করাও জায়েয আছে। তবে এ ক্ষেত্রে নিয়ম হল, লাশগুলো পাশাপাশি রেখে প্রত্যেকটি লাশকে মাটি দ্বারা অন্যটি থেকে আড়াল করে দেবে। একটি লাশের উপর অন্য আরেকটি লাশ রাখবে না।
-সুনানে আবু দাউদ ২/৪৪৭, মাবসুতে সারাখসী ২/৬৫, শরহুল মুনিয়্যাহ ৬০৬, ফাতাওয়া তাতারখানিয়া ২/১৭১, রদ্দুল মুহতার ২/২১৯