মামুন বিন আ. কাইয়ুম - টাঙ্গাইল
১২১০. Question
আমরা জানি যে, কেউ হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে হয়। কিন্তু কেউ যদি একাধিকবার হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বলে তাহলে সে ক্ষেত্রে প্রতিবার ‘আলহামদুলিল্লাহ’-এর জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে হবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
পরপর হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে উপস্থিত ব্যক্তি তিনবার পর্যন্ত তার হাঁচির জবাব দেবে। কিন্তু তিনবারের অধিক হলে তখন আর জবাব দেওয়া লাগবে না।
-সুনানে আবু দাউদ ২/৩৩০, ফাতহুল বারি ১০/৬২১, আলমুহীতুল বুরহানী ৮/২৩, ফাতাওয়া খানিয়া ৩/ ৪২৪, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৬, রদ্দুল মুহতার ৬/৪১৪