Rabiul Auwal 1429 || March 2008

ডা. সাজ্জাদ - যাত্রাবাড়ী

১২০৯. Question

আলকাউসারের প্রশ্নোত্তরের এক জায়গায় পড়েছি যে, তাবলীগ জামাত শহরের ভেতর ১৫ দিন অবস্থানের নিয়ত করলে মুকীম হবে। সেই হিসাবে আমরা যশোর পৌঁছে এলাকায় ১৫ দিনের বেশি অবস্থান করে মুকীম হিসাবে নামায আদায় করে আসছি। আমাদের জামাতটি চিল্লার জামাত। শহরের বাইরের পার্শ্ববর্তী দুতিন মসজিদে যাবে। সেখান থেকে আবারও শহরে ফিরে আসবে। এরপর চিল্লা শেষে ঢাকা ফিরবে। জানতে চাই, শহর থেকে বাইরের এলাকার মসজিদগুলোতে থাকাবস্থায় আমরা মুকীম না মুসাফির?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা শহরের বাইরের মসজিদগুলোতেও মুকীম থাকবেন। কেননা আপনারা যেহেতু শহরে মুকীম ছিলেন তাই শহর থেকে সফরসম দূরত্বে যাওয়ার নিয়তে শহর ত্যাগ না করা পর্যন্ত মুকীমই থাকবেন। শহরের বাইরের মসজিদগুলো যেহেতু সফরসম দূরত্বে নয় তাই সেখানেও আপনারা মুকীম থাকবেন।

-ফাতাওয়া তাতারখানিয়া ২/২০, রদ্দুল মুহতার ২/১৩২

Read more Question/Answer of this issue