আবু লাবীব - বরিশাল
১২০৫. Question
একদিন আমাদের এক প্রতিবেশী মৃত্যুবরণ করলে তার জানাযা নামায পড়ে দাফন করার জন্য কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার বড় চাচা ও আরো কিছু লোক জানাযার আগে আগে হাঁটছিলেন। জানাযার পেছন থেকে একজন তাদেরকে ডেকে বললেন, আপনারা পেছনে আসুন। জানাযার পেছনে চলা সুন্নত। উত্তরে আমার চাচা বললেন, না কোন সমস্যা নেই, জানাযার সামনে ও পেছনে উভয়খানেই চলা যায়। দাফন করে ফিরে আসার সময় তাদের মাঝে এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়। আসলে এ ক্ষেত্রে সুন্নত তরীকা কী? জানাযার সামনে হাঁটা না পেছনে হাঁটা? জানিয়ে বাধিত করবেন।
Answer
জানাযার সহগামীদের জন্য জানাযার পেছনে চলাই উত্তম। হাদীস শরীফে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। তবে হাঁ, অধিকাংশ লোক পেছনে থাকলে দু-একজনের জন্য জানাযার সামনে চলা নাজায়েজ নয়। এটিও হাদীস দ্বারা প্রমাণিত। কিন্তু স্বাভাবিক নিয়ম হল জানাযার পেছনে চলা, সামনে নয়।
-সহীহ বুখারী ১/১৬৬, শরহু মাআনিল আছার ১/৩১০-৩১২, মুসান্নাফে আব্দুর রাযযাক ৩/৪৪৫-৪৪৬, সুনানে তিরমিযী ১/১৯৬, ফাতহুল কাদীর ২/৯৭, বাদায়েউস সানায়ে ২/৪৪, ৪৫