Rabiul Auwal 1429 || March 2008

আব্দুস সালাম - নিলটুলী, ফরিদপুর

১২০৪. Question

আমি আমার স্ত্রীকে এই শর্তে ছয় ভরি স্বর্ণের অলংকার প্রদান করি যে, তোমাকে এগুলোর মালিক বানিয়ে দিলাম, তবে শুধু ব্যবহার করতে পারবে। অন্য কাউকে দিতে পারবে না, বিক্রয় করতে পারবে না এবং এগুলো পরিবর্তন করে অন্য কিছু বানাতেও পারবে না। কোন একটি শর্তের খেলাফ করলে তোমার মালিকানা বাতিল বলে গণ্য হবে। আমার উদ্দেশ্য ছিল তাকে অলংকারগুলোর মালিক বানিয়ে দেওয়া, কিন্তু সে যেন নষ্ট করে না ফেলে এজন্য শর্তগুলো লাগিয়েছি। প্রশ্ন [১] তার জন্য শর্তগুলো মেনে চলা জরুরি কিনা এবং কোন শর্তের খেলাফ করলে তার মালিকানা বাতিল হবে কিনা? [২] এভাবে তাকে মালিক বানানোর দ্বারা সে অলংকারগুলোর মালিক হয়েছে কিনা? [৩] এমতাবস্থায় অলংকারগুলোর যাকাত কার উপর ওয়াজিব হবে? স্বামীর উপর না স্ত্রীর উপর? বিষয়গুলোর সমাধান বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রী অলংকারগুলোর মালিক হয়ে গেছে। প্রশ্নোল্লেখিত কোন শর্তের খেলাফ করলেও তার মালিকানা বাতিল হবে না। তবে স্ত্রীদের যেহেতু স্বামীর বৈধ নির্দেশ মেনে চলা কর্তব্য, তাই এ কথাগুলো সে যথাসম্ভব মেনে চলবে। উল্লেখ্য, অলংকারগুলোর মালিক যেহেতু স্ত্রী তাই সে নেসাবের মালিক হলে এগুলোর যাকাত তার উপরই ফরয।

Read more Question/Answer of this issue